২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে গাঁজা সেবন কালে আটক-১; ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২০
ঝিনাইদহে গাঁজা সেবন কালে আটক-১; ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

Sharing is caring!

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহে গাঁজা সেবন করা ও কাছে রাখার অপরাধে রিংকু বিশ্বাস (২১) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধায় তাকে আটক করা হয়।আটককৃত রিংকু ঝিনাইদহ পৌর এলাকার কালিকাপুর বটতলা গ্রামের জমির বিশ্বাসের ছেলে।

 

 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অসি মিজানুর রহমান বলেন, কালিকাপুর মহিলা কলেজ পাড়ায় একজন মাদকদ্রব্য (গাঁজা) সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্ততা যাচাইয়ের জন্য ভ্রাম্যমান আদালতের সহযোগিতা নিয়ে সেখানে অভিযান চালানো হয়।

 

এসময় রিংকু বিশ্বাস নামে একজনকে গাঁজা সেবনরত অবস্থায় ও তার দেহ তল্লাশি করে কাছে থাকা ১০ গ্রাম গাঁজা পেয়ে তাকে আটক করা হয়।

 

পরে ভ্রাম্যমান আদালত তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬/১ (২১) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, ঝিনাইদহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম।