২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২০
কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার  মৃত্যু

Sharing is caring!

পুনম শাহরীয়ার ঋতু ,ঢাকা:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় রোববার সকালে ট্রেনে
কাটা পড়ে হযরত আলী নামে এক বৃদ্ধার মুত্যু হয়েছে। নিহত হরযত
আলী(৮৫),কালিয়াকৈর উপজেলা রতনপুর এলাকার মৃত.সাদেক সরকারের ছেলে ।
এলাকাবাসী জানায়, ওই এলাকার হরযত আলী ডায়াবেটিসের থাকার কারণে
প্রতিদিন সকালে রাস্তা দিয়ে হাটাহাটি করেন। ওই দিন সকালে রতনপুর
ট্রেনের রাস্তা দিয়ে হাটাহাটি করেছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে
আসা পঞ্চগড় গামী একতা এ্যাক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। খবর
পেয়ে এলাকাবাসী ও স্বজনরা মৃতদেহটি উদ্ধার করে পারিবারিক কবর স্থানে
দাফন করেন।
মৌচাক রেল স্টেশন কর্মকর্তা রশিদ হোসেন জানান, সংবাদ পাওয়ার
আগেই লাশটি তার পরিবারের লোকজন নিয়ে যায়বৃদ্ধার
মৃত্যু
■কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় রোববার সকালে ট্রেনে
কাটা পড়ে হযরত আলী নামে এক বৃদ্ধার মুত্যু হয়েছে। নিহত হরযত
আলী(৮৫),কালিয়াকৈর উপজেলা রতনপুর এলাকার মৃত.সাদেক সরকারের ছেলে ।
এলাকাবাসী জানায়, ওই এলাকার হরযত আলী ডায়াবেটিসের থাকার কারণে
প্রতিদিন সকালে রাস্তা দিয়ে হাটাহাটি করেন। ওই দিন সকালে রতনপুর
ট্রেনের রাস্তা দিয়ে হাটাহাটি করেছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে
আসা পঞ্চগড় গামী একতা এ্যাক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। খবর
পেয়ে এলাকাবাসী ও স্বজনরা মৃতদেহটি উদ্ধার করে পারিবারিক কবর স্থানে
দাফন করেন।
মৌচাক রেল স্টেশন কর্মকর্তা রশিদ হোসেন জানান, সংবাদ পাওয়ার
আগেই লাশটি তার পরিবারের লোকজন নিয়ে যায়