২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আমার একজন প্রিয় বান্ধবীর কথায় আজ লিখেছি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২০
আমার একজন প্রিয় বান্ধবীর কথায় আজ লিখেছি

Sharing is caring!

আমার একজন প্রিয় বান্ধবীর কথায় আজ লিখেছি –

 

ফেসবুক বন্ধু

 

★★★ সোনালী বসু ★★★

 

ফেসবুকে প্রথম পরিচয় কত যে হয় মধুময়;
ধীরে ধীরে সে তার কত রং বদলায়।
বন্ধু হয়ে ক’ কন থাকে পাশে?
সবাই শুধু সময় কাটাতে অাসে।

 

আবেগের রেশ বেশিদিন কি থাকে?
বিবেক কে ক’জনা জাগ্রত রাখে।
প্রতিশ্রুতি শুধু মুখে মুখে দেওয়া যায়;
কথা দিয়ে কথা রাখা আসলে কি সম্ভব হয়?

 

কখনও বদলাব না আমি বদল তুমি হবে;
এমনি তর্ক করে চলছে ফেসবুকে সবে।
অমৃত বাণীতে সারাক্ষণ কাটে আনন্দ বিনোদন ;
সময়ের সাথে হয়ে যায় সব ই পরিবর্তন।

 

এমনি করে সম্পর্কে আবেগের জোয়ার আসে;
এটা বাস্তব আকাশে নানা রঙের মেঘ ভাসে।
সম্পর্কে লাগে ভাটা কাজের নানা বাহানায়;
এক সময় বন্ধুত্ব ফেসবুক ব্লক হয়ে যায়।

 

গাছের চারা রোপণ করে পরিচর্যা করতে হয়;
না হলে তাকে এক সময় ছাগলে মুড়ে খায়।
সম্পর্কের বাঁধন অটুট বিশ্বাস ভরসায়;
দেখা বা না দেখায় কি বা আাসে যায়।

 

ফেসবুকে কত বন্ধু আসে আর যায়;
প্রকৃত বন্ধু কে চেনা তাই ভিষণ দায়।
আমি আজ দু কলম সবার হয়ে লিখেছি ;
রাগ করো না বন্ধু তুমি তোমাকে হৃদয়ে তে রেখেছি।

 

 

(তারিখঃ ০৪/০৯/২০২০ইং)