Sharing is caring!
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের লোহাগাড়ায় পশ্চিম আমিরাবাদ যুব বন্ধন পরিষদের অায়োজনে অনুষ্ঠিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বিপুল উৎহাস উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
৪ সেপ্টেম্বর জুমাবার বিকেলে পশ্চিম আমিরাবাদস্থ নবনির্মিত রেলওয়ে মাঠে জমজমাট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় দু’শক্তিশালী দল মোকাবেলা করেন- পশ্চিম আমিরাবাদ টিম জুনিয়ার স্পোর্টিং বনাম চরম্বা সুফিয়াবাদ ফুটবল একাদশ।
উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ তামিমের সার্বিক সহযোগিতায়, আমিরাবাদ জনকল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সালাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, হক হজ্ব কাফেলার
স্বত্বাধিকারী আলহাজ্ব মাহমুদুল হক পিয়ারু, গেষ্ট অব অনার ছিলেন আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এস এম ইউনুস, উদ্বোধক ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) লোহাগাড়া শাখার আহ্বায়ক ও তরুণ সংগঠক মোজাহিদ হোসাইন সাগর, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মতি টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাহাব উদ্দিন, সাংবাদিক শাহজাদা মিনহাজ, যুবলীগ নেতা আদেল চৌধুরী, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ইয়াছিন ফরহাদ জিসান প্রমুখ।
জমজমাট ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে।
ট্রাইব্রেকেরে চরম্বা সুফিয়াবাদ ফুটবল একাদশ কে ০-১ গোলে হরিয়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিম আমিরাবাদ টিম জুনিয়ার স্পোর্টিং।