মোঃ সিরাজুল হক রাজু, বরিশাল থেকেঃ-
বরিশালে স্ত্রী ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন স্বামী সিরাজুল ইসলাম। আদালতের বিচারক মওদুদ আহমেদ মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।
গত সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (গৌরনদী) স্ত্রীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন সিরাজুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে সিরাজুল ইসলাম তিন বছর আগে মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ চড়াইলকান্দি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে নার্গিস আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর নার্গিস ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় সিরাজের কাছে নগদ টাকা এবং জমি লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে।
সব শেষ গত ঈদুল আযহার সময় নার্গিস ঈদ উদযাপনের জন্য তার বাবার বাড়ি গিয়ে আর ফিরে আসেনি।
গত ১৪ আগস্ট সিরাজুল তার স্ত্রীকে আনতে শ্বশুড় বাড়ি গেলে স্ত্রী নার্গিস ও তার দুই ভাই নগদ এক লাখ টাকা এবং ১০ শতাংশ জমি দাবি করেন।
নগদ টাকা ও জমি লিখে না দিলে তার সঙ্গে ঘর-সংসার করবে না বলে তাকে জানায় স্ত্রী। এ সময় তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন এবং ভয়-ভীতি দেখানোর অভিযোগ করা হয়।
এ ঘটনায় সিরাজুল বাদী হয়ে স্ত্রী ও তার স্ত্রীর দুই ভাইয়ের বিরুদ্ধে গত বুধবার যৌতুক নিরোধ আইনে এই মামলা দায়ের করেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.