মোঃ জাকির হোসেন,মাধবপুর প্রতিনিধিঃ-
হবিগঞ্জের মাধবপুরে ২ মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৩১শে আগস্ট) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এ রায় প্রদান করে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম এর নেতৃত্বে এএসআই গোলাম মোস্তুুফাসহ একদল পুলিশ চৌমুহনী-ধর্মঘর সড়কে ডাঃ জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে এলজিইডি রাস্তায় অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত জারু মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (২৯) ও একই উপজেলার কাজিরচক গ্রামের মোঃসিরাজ মিয়ার ছেলে মোঃ মিঠু মিয়া (২২) কে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ জন কে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.