১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি

খুলশীতে দেড়বছর আগের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ৫ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০১৯
খুলশীতে দেড়বছর আগের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ৫ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযানে নেমে ৫ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। মেয়াদোত্তীর্ণ, অনিবন্ধিত ওষুধ বিক্রি ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে নগরের খুলশী থানা এলাকার এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে মোবাইল কোর্ট।
গতকাল বৃহস্পতিবার খুলশি ১ নম্বর ও ঝাউতলা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ ধ্বংস করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক কামরুল হাসান।
এ বিষয়ে কামরুল হাসান বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জীবন ড্রাগ হাউস নামের একটি প্রতিষ্ঠানে ২০১৮ সালের জানুয়ারিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ কারণে এ প্রতিষ্ঠানকে জরিমানা করে আদালতের বিচারক।
এছাড়া মেয়াদোত্তীর্ণ, অনিবন্ধিত ওষুধ বিক্রি ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে ড্রাগ আইন-১৯৪০ এর ১৮ ধারার ভিত্তিতে জীবন ড্রাগ হাউসকে ১০ হাজার, ফার্মেসি কেয়ারকে ১০ হাজার, মনজু মেডিকেল হলকে ১০ হাজার, নাসির ফার্মেসিকে ৫ হাজার এবং জনতা মেডিকেল হলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রত্যক্ষদর্শী ও মোবাইল কোর্ট সংশ্লিষ্টরা জানান, খুলশী ১ নম্বরে অভিযানের খবর পেয়ে অনেক ফার্মেসি মালিক দোকান বন্ধ করে পালিয়ে যায়।