২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ডা.মিজান মাওলার কবিতা – ” তুষের আগুন “

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২০
ডা.মিজান মাওলার কবিতা – ” তুষের আগুন “

Sharing is caring!

 

 

ডা.মিজান মাওলার কবিতা –

 

” তুষের আগুন “

 

রচনা কাল- ২৩/১০/১৯ই

 

আমি পাট খড়ি আর কেরোসিনের মতো ভয়াল দাউদাউ অগ্নি নয়,
আমি তুষের আগুন আর সুন্দরী কাঠের মতো নির্ভীক অন্তর পুরে করি ক্ষয়।

 

আমি একজন মানুষ সাধারন মানুষকে খবরের কাগজে সততার করি প্রকাশ হয় সে সচেতন,
আমি জানতে চাই ঐসব নিপীড়নের কেন হবে যজ্ঞ হত্য আর গুম? ওরাতো আমাদের আপনজন।

 

আমিতো একজন রাজনীতিবিদ দেশের ভাষায় জাতির সেবার উন্নয়নে জানাই সংগ্রামী চেতনা,
আমি ঘৃণা করি ঐসমস্ত প্রতিহিংসার কেনো আমি সেখানে পাবো লাঞ্ছনা আশাবাদী পাবো প্রেরণা।

 

আমি এক নির্লস ছাত্র তীক্ষ্ণ মেধাবী আইনকানুনেও অনেক সচেতন,
আমি তিব্র নিন্দায় ধিক্কার জানাই ঐ ছাত্র সেই মানুষ খেকো রাক্ষোশি চরিত্রে সমোন।

 

আমি একজন শিক্ষক জাতীয় চরিত্রে গঠক ও যান্ত্রিক শিল্পের কারিগর,
আমি ঐ সেই শিক্ষক নারী লোভী নরপশুর প্রতি তিব্র নিন্দায় পাথর চাপায় নিক্ষেপ করি কঙ্কর।

 

আমি একজন সংগ্রামী চেতনার মহিয়াসী দেশ প্রেমিক নীতিবান যুবক,
আমি উত্তেজিত রাগান্বিত ঐ সেই গঠিত ক্যাসিয়্যানোর সুদ জুয়া ব্যাবিচারকদের তিব্র ঘৃণার প্রতিবন্ধক।

 

আমি একজন ধার্মিক ও নির্ভীক স্বাধীনতাকামি বিজয়ী মানুষ,
আমি গণতন্ত্রের বিশ্বাসী স্বাধীনতার মূল্যবোধে আলাদা জাতি জ্ঞ্যাতি বর্ণ ভাষায় নির্বিশেষ।

 

আমি দেখতে হয়তো পথের ধুলো আর এক পশলা ছাই ভিতর টা তুষের আগুনের মতো করে খাই খাই,
আমি মেহেদী পাতার মতো শ্যামলার সবুজ সময়শ্রমে পিষলেই নিজের অন্তর চিরে অন্যদের রঙ্গাই।