নাইম,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে জেকে রাইস মিলে দুই হাজার ১০৯ মেট্রিক টন ধান-চাল মজুদের অপরাধে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার দোহালী এলাকায় এ অভিযান পরিচলানা করে জয়পুরহাট র্যাব-৫।
র্যাব-৫ জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, গোপন সংবাদে উপজেলার দোহালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সেখানে জেকে রাইস মিলে অভিযান চালিয়ে এক হাজার ২৪৭ দশমিক ৭৫০ মেট্রিক টন চাল ও ৮৬১ দশমিক ৫০ মেট্র্রিক টন ধান মজুদ পাওয়া গেছে। যা পণ্যের উৎপাদন, আহরণ, সরবরাহ ও সংরক্ষণের অপরাধের পরিপন্থি।
পরে ভ্রামমান আদালতে জেকে রাইস মিল এর মালিক যুগোল কিশোর গুপ্তকে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.