ভীতু চোর বাবু
জলি ফাতেমা রোখসানা
ভীতু চোর বাবু যদি শোনে মেঘের ডাক।
তড়িঘড়ি সে লাগায় ঘরের হাক।
চক্ষু-বুজে জড়সড়,খাটের নিচেই বসে।
বাঁচাও মোরে কালি ঠাকুর,খাটের পা' টি ধরে।
মৃত্যু ভয়ে চড়ে না গাড়ি,যায়না সে বৃক্ষের নিচে।
পথে চলে না শেয়াল - বেজিতে, যদি কামড়ায় পিছে। হঠাৎ করে যাবে সে ভোজের আর্কষনে।
সে সময় চমকে ওঠে, বাটনা- বাটার ঘর্ষনে।
একটু হলে চোখের আড়াল।
হয় যেন সে পুষি বিড়াল।
হঠাৎ করে পড়লো সে,ঘরে ঢুকে।
লোভী - পেটুক চাটনি দেখে,আনাগোনা করে।
চাটনি খেয়ে ভয়ে কাতর,আলুক- ফালুক করে।
চুরি করে চাটনি খাওয়ার,ফলটা দেখায় তবে।
এই বলে চোর - বেচারার,মারলো লাঠি সবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.