Sharing is caring!
সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা এলাকা থেকে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ফরিদপুরের মধুখালী উপজেলার শেখ রহমানের ছেলে দিলু (৩৫) ও মাগুরা সদর উপজেলার আমুরিয়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে আমিরুল ইসলাম (৩০)।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে ভৈরবা পুলিশ ফাঁড়ীর এএসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোস নিয়ে সামন্তা এলাকায় অভিযান চালায়। এসময় ১ কেজি গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।