Sharing is caring!
মোঃ মালিক মিয়া,বিশেষ প্রতিনিধি-কমলগঞ্জ ::
সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলক্রসিং এলাকায় মালবাহী লাইট ইঞ্জিন ২৩১৮ এর ধাক্কায় মহিলাসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে (২৬ আগস্ট) বুধবার সন্ধ্যায় আহতরা হলেন আলীনগর ইউনিয়নের রাজ কান্দি গ্রামের ইউসুফ মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৩৫) সদর ইউনিয়নের নারায়ণ পুর গ্রামের সয়ন্দ্র পালের ছেলে সনজিত পাল (৫৬) সড়ইবাড়ী এলাকার বিদেশ ফেরত মোহাম্মেদ আলীর ছেলে খলিল মিয়া (৪০) পরে।
স্থানীয়রা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান ট্রেনের ধাক্কায় সিএনজি গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে।