পোরশা উপজেলায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রেসব্রিফিং ও সেমিনার
নাইম নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আজ ২৬জুলাই ২০২০ নওগাঁ জেলার পোরশায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি ও মন্ত্রী খাদ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে সেমিনারে যুক্ত হন।
বাংলাদেশের জনগণকে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সল্পমুল্যে প্রশিক্ষণ ও বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্বুদ্ধ করতে পোরশা উপজেলার সকলকে উৎসাহিত করেন। যাতে দেশ আরো উন্নতি লাভ করে। আমাদের প্রবাসীদের রেমিটেন্স দিয়ে অনেকটায় বাংলাদেশ উত্তরোত্তর উন্নতি লাভ করে যাচ্ছে। বিধায় জনশক্তি রপ্তানিতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কোন দেশে কত টাকা প্রয়োজন তার একটি তালিকা ফোকাল পয়েন্ট কর্মকর্তা জনাব মোঃ ওহিদুল ইসলাম অনুষ্ঠানে উল্লেখ করেন।
মালয়েশিয়া ১ লক্ষ ৬০ হাজার নির্মাণ/কারখানা শ্রমিক,১ লক্ষ ৪০ হাজার টাকা কৃষি শ্রমিক, লিবিয়া ১ লক্ষ ৪৫ হাজার ৭৮০টাকা, বাহারাইন ৯৭ হাজার ৭৮০ টাকা, সংযুক্ত আরব আমিরাত ১লক্ষ ৭ হাজার ৭৮০ টাকা, কুয়েত ১ লক্ষ ৬ হাজার ৭৮০টাকা, সালতানাত অফ ওমান ১লক্ষ ৭৮০ টাকা, ইরাক ১ লক্ষ ২৯ হাজার ৫৪০ টাকা, কাতার, জর্ডান, মিশর, ১ লক্ষ ৭৮০ টাকা, রাশিয়া ১ লক্ষ ৮০ টাকা, মালদ্বীপ ১ লক্ষ ১৫ হাজার ৭৮০ টাকা, ব্রুনাই দারুসসালাম১ লক্ষ ২০ হাজার ৭৮০ টাকা, লেবানন ১ লক্ষ ১৭ হাজার ৭৮০ টাকা, সৌদি আরব ১ লক্ষ ৬৫ হাজার ও সিঙ্গাপুর ১ লক্ষ ৪১ হাজার ৪৭০ টাকা।
যতসব অদক্ষ কর্মচারী আমাদের দেশ থেকে বিদেশে কর্মরত আছেন দক্ষ শ্রমিকের তুলনায় কম বৈদেশিক মুদ্রা অর্জন অর্জন করেছেন বলে উল্লেখ করেন।
বিদেশে যাওয়ার পূর্বে বিদেশ গমনেচ্ছুদের নিম্নোক্ত বিষয়গুলো জেনে যেতে হবে বলে তিনি অনুষ্ঠানে বলেন যেমন কাজের নাম, ধরন,কোম্পানির নাম ঠিকানা ও যোগাযোগ নম্বর, কর্মস্থলের কর্মপরিবেশ, বেতন-ভাতা, প্রতিদিনের শ্রম ঘন্টা, কাজের ভিসার ধরন, বাংলাদেশের রিক্রুটিং এজেন্টের নাম ঠিকানা আর এল নম্বর মোবাইল নম্বর, কাজের চুক্তিপত্র প্রবাসবন্ধু কল সেন্টারে তথ্য।
উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে মনজুর মুরশেদ চৌধুরী চেয়ারম্যান, পোরশা উপজেলা পরিষদ। ভাইস চেয়ারম্যান মোঃ রাজিবুল ইসলাম,ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সভাপতি উপজেলা নির্বাহি অফিসার পোরশা মোহাম্মদ নাজমুল হামিদ রেজা সহ সাংবাদিকবৃন্দ শিক্ষকবৃন্দ ইউপি চেয়ারম্যান প্রমূখ উপস্থিত ছিলেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.