২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাফল্যের সাথে সাইমুর রহমান জিসিএসই পরীক্ষায় উত্তীর্ণ

প্রকাশিত আগস্ট ২৬, ২০২০
সাফল্যের সাথে সাইমুর রহমান জিসিএসই পরীক্ষায় উত্তীর্ণ

Sharing is caring!

সাফল্যের সাথে সাইমুর রহমান জিসিএসই পরীক্ষায়

 

 

এম আব্দুল করিম সিলেট জেলা প্রতিনিধিঃ

 

 

সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতিসন্তান  লন্ডনের বেক্টনে অবস্থিত কিংসফোর্ড কমিউনিটি স্কুলের শিক্ষার্থী সাইমুর মুজিব রহমান সাতটি বিষয়ে এ ডাবল ষ্টার (৯) এবং তিনটি বিষয়ে এ ষ্টার (৮) পেয়ে কৃতিত্বের সাথে জিসিএসই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে । গত ২০ আগস্ট ইংল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ডে জিসিএসই পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়।

 

সাইমুর স্বনামধন্য লন্ডন একাডেমী অফ এক্সসিলেন্স – এলএই’তে এ লেভেল কোর্সে ভর্তি হয়েছে। ভবিষ্যতে কম্পিউটার সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী সাইমুর তার শিক্ষালব্দ জ্ঞান কমিউনিটি ও মানবতার সেবায় কাজে লাগাতে চায় । জিসিএসই পরীক্ষায় সফলতায় সাইমুর তার বাবা মা ও সকল শিক্ষকের প্রতি গভীর কৃতজ্ঞ।

 

তার পিতা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ও লন্ডনের মার্টন কলেজের সাবেক কেমিস্ট্রি টিচার ডক্টর মুজিবুর রহমানের পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথ উপজেলা এবং মাতা লন্ডনের জর্জ গ্রীন স্কুলের সাবেক সায়েন্স টিচার সাবিনা ইয়াসমিন বখ্ত এর পৈতৃক নিবাস মৌলভীবাজারের রাজনগর উপজেলা। সাইমুরের পিতামাতা তার ফলাফলে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং তাদের ছেলের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন ।