২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চিতলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহদৎবার্ষিকী পালিত

প্রকাশিত আগস্ট ২৬, ২০২০
চিতলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহদৎবার্ষিকী পালিত

Sharing is caring!

চিতলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহদৎবার্ষিকী পালিত

 

শরীয়তপুর প্রতিনিধি,সাইফুল ইসলাম।

 

শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে চিতলিয়া ইউনিয়নের সমিতিরহাট বাজারে এক আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়। চিতলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাস্টার হারুন অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সী।

 

 

বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী। এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভিপি নিজাম উদ্দিন হাওলাদার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাব্বত খান মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি শেখ আব্দুস সালাম, সহ-সভাপতি আমির হাওলাদার, শরীয়তপুর পৌরসভা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর বেপারী, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হোসেন সরদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম বাবু, পৌরসভার সাধারন সম্পাদক মাওলাদ হোসেন রিপন, চিকন্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা এ্যাড. আক্তার উজ্জামান খান, আওয়ামীলীগ নেতা মুদাচ্ছের মোল্যা, জাহাঙ্গীর হাওলাদার, নুরুল আমিন হাওলাদার, আ. রব হাওলাদার, নাসির মোল্যা, নান্নু ফরাজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইকবাল হাওলাদার, চিতলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হানিফ হাওলাদার, সাধারন সম্পাদক জসিম ফকির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হাওলাদার, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শফিক পেদা, যুবলীগ নেতা দিদার ভূইয়া, জেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর চৌকিদার, হাবিবুর রহমান রাকিব বেপারী, কলেজ ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী, সাধারন সম্পাদক রাসেল জমাদ্দার, সদর উপজেলার সাধারন সম্পাদক রাশেদুজ্জামান শিকদার,পৌরসভার সাধারন সম্পাদক রাকিব হাসান প্রমূখ।

 

 

এসময় চিতলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলার সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ হাওলাদার বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এছাড়া জননেতা ইকবাল হোসেন অপু এমপি’র নেতৃত্বে পালং-জাজিরা উন্নয়ন ও সমৃদ্ধ হচ্ছে। আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন। কারণ তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো।

এসময় চিতলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হাওলাদার বলেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনা ও জননেতা ইকবাল হোসেন অপু’র হাতকে শক্তিশালী করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।