পুনম শাহরীয়ার ঋতুঃ-
গাজীপুরের কালিয়াকৈরে চোরাই মোটরসাইকেল বিক্রির নামে ফেসবুকে স্ট্যাটাস দেয়া প্রতারক চক্রের দুই সদস্য কে আটক কালিয়াকৈর থানা পুলিশ।
সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাহেব বাজার এলাকায় ঘরোয়া হোটেলের সামনে থেকে তাদের কে আটক করা হয়।
এক শ্রেনীর প্রতারকচক্র কম দামে মোটরসাইকেল বিক্রয় করবে বলে ফেসবুকে বিজ্ঞাপণ দেয়। তাদের বিজ্ঞাপণ দেখে সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে মোটর সাইকেল ক্রয়ের জন্য বিজ্ঞাপনে দেয়া মোবাইল নম্বরের সাথে যোগাযোগ করে।
উক্ত ফোন কলের যোগাযোগের মাধ্যমে প্রতারকচক্র সাধারণ মানুষকে একটি নির্ধারিত স্থানে আসতে বলে। সাধারণ মানুষ টাকা পয়সা নিয়ে মোটর সাইকেল ক্রয়ের উদ্দেশ্যে প্রতারক চক্রের দেয়া নির্ধারিত স্থানে আসে।
উক্ত সময়ই প্রতারকচক্র সাধারণ মানুষের নিকট হতে টাকা হাতিয়ে নিয়ে গাড়ীর কাগজপত্র সাথে নেই এমন তথ্য দিয়ে গাড়ীতে উঠিয়ে রাস্তার নির্জন জায়গায় নিয়ে মারধর করে নামিয়ে দিয়ে মোটর সাইকেল নিয়ে চলে যায়।
কালিয়াকৈর থানাধীন সাহেববাজার বাইপাস ঘরোয়া হোটেলের সামনে এমনই একটি প্রতারণার ঘটনা ঘটে। ভূক্তভুগিদের অভিযোগের ভিত্তিতে জনাব মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, অফিসার ইনচার্জ, কালিয়াকৈর থানা, গাজীপুর এর সঠিক দিক নির্দেশনায় এএসআই মোঃ ইমরান হাসান, কালিয়াকৈর থানা, গাজীপুর ও সঙ্গীয় অফিসার এসআই মোঃ আনিসুর রহমান ও এসআই আবুল কালাম সহ থানা পুলিশের সহযোগীতায় অক্লান্ত পরিশ্রমের ফলে মোটর সাইকেল বিক্রির প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে ।
পরে গ্রেফতার কৃত আসামির দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। কালিয়াকৈর থানার এসআই কালাম হোসেন আমরা অনেক দিন ধরে এ প্রতারক চক্রের কথা শুনে আসছি ওরা সব সময় ধরা ছোঁয়ার বাইরে থাকে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কে আমরা আটক করি ।
দীর্ঘদিন যাবৎ এরা ফেসবুকের মাধ্যমে প্রতারণা করে আসছে যার ফলে সাধারণ জনগণ এর শিকার হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.