২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

** বেসরকারি চাকুরী **

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০১৯
** বেসরকারি চাকুরী **

Sharing is caring!

————-(শোভা রাণী বিশ্বাস)
বুকের মাঝে সারাক্ষণই
একটি থাকে ভয়,
কখন যেন বলবে ডেকে
চাকুরী তোমার নাই।
কষ্টে পাওয়া চাকুরীখানা
যদি চলে যায়,
ছেলেমেয়ের পড়া তবে
বন্ধ হয়ে রয়।
নিয়ম কানুন খুবই কড়া
তাও যে চলি মেনে,
ভুল যদি হয়, বারে বারে
ফোন করে নেই জেনে।
অফিসের সব কাজকর্ম
যদিও করি ভেবে,
অন্য কাজে ডাকলেও স্যারে
বুক যে ওঠে কেঁপে।
চাকুরী গেলে দু’মুঠো ভাত
কেমনে দেবো মুখে,
চিন্তা করে রাত্রে আমার
ঘুম আসে না চোখে।
মানুষ আপনি, আপনার ও আছে
সুন্দর একটা মন,
এই অভাগার কথা ভেবে
একটু সদয় হোন।।