মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদেশী রিভলভার, গুলি ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার (১৮/৭) ভোরে উপজেলার ধরাভাঙ্গা থেকে আটক করে র্যাব-১৪। আটককৃতরা হচ্ছে ওই গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে জয়নাল আবেদীন ওরফে ড্রাম বাবু(৩৬), কাশেম মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (১৯) ও স্বপন মিয়ার ছেলে মোঃ সাদেক ওরফে অপু (২২)।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এই তথ্য জানান।
অভিযানে ড্রাম বাবুর বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি ও ২ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.