২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছুটিতে থাকা প্রবাসীরা এবশের এপসের মাধ্যমে ছুটির মেয়াদ বাড়িয়ে নিতো পারবেন এবার

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০২০
ছুটিতে থাকা প্রবাসীরা এবশের এপসের মাধ্যমে ছুটির মেয়াদ বাড়িয়ে নিতো পারবেন এবার

Sharing is caring!

 

মনির সরকার,সৌদি আরব প্রতিনিধিঃ-

 

করোনা সংকট এর কারণে সৌদি আরবে বন্ধ রয়েছে সকল আন্তর্জাতিক ফ্লাইট, এরফলে করোনার পূর্বে ছুটি নিয়ে দেশে আসা সকল প্রবাসী আটকে পড়েছে সৌদি আরবের বাইরে।

 

তবে সুখবর হচ্ছে, চাইলেই এবশের এপ এর মাধ্যমে ছুটির মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন প্রবাসীরা।

 

ছুটিতে থাকা প্রবাসীরা এবশের এপসের মাধ্যমে ছুটির মেয়াদ বাড়িয়ে নিতো পারবেন এবার!

 

করোনা সংকট এর পূর্বে যেসকল প্রবাসী ছুটি নিয়ে দেশে ফিরে এসেছিলেন এবং ফ্লাইট বন্ধ থাকার কারণে সৌদি আরবে ফিরে যেতে পারেনি, তারা চাইলেই এবশের এপ অথবা স্পন্সরের মাধ্যমে ছুটির মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। তবে এক্ষেত্রে তার ইকামার মেয়াদ থাকতে হবে।

 

উল্লেখ্য, সৌদি বাদশাহর পূর্ব ঘোষণামতে, ছুটিতে রয়েছেন, তবে ইকামার মেয়াদ শেষ এরকম অনেকেরই ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ৩ মাসের জন্য বৃদ্ধি পেয়েছে।

 

যেসকল প্রবাসীদের ছুটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা কফিল বা স্পন্সর এর মাধ্যমে এবশের এপ ব্যবহার করে ছুটির মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন, এখানে ছুটির মেয়াদ বাড়ানোর জন্য জাজাওয়াতে যাবার কোন প্রয়োজন নেই।

 

এছাড়াও, আগামী সেপ্টেম্বর মাস থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হতে পারে বলেও আভাস পাওয়া গিয়েছে।