পুনম শাহরীয়ার ঋতুঃ- ময়মনসিংহের ভালুকায় বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৬জন নিহত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রাথমিকভাবে ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় একটি প্রাইভেটকার ইমাম পরিবহনের একটি যাত্রিবাহী বাসের নিচে ঢুকে পরে।
এতে প্রাইভেটকারের ভিতরেই চাপা পরে ১শিশু, ২জন নারী ও ৩জন পুরুষসহ মোট ৬জন নিহত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.