এম এ হাসান, স্টাফ রিপোর্টারঃ
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পৌর শহরস্থ ফ্রেন্ডস মেডিকেল স্টোর নামের একটি ঔষধের দোকানে থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য হিসাবে ঘোষিত নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্টাডল বিক্রি ও সেবনের দায়ে ২ যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান পূর্বক কারাগারে প্রেরন করা হয়েছে।
কারাদন্ড প্রাপ্তদের একজন পৌর শহরের বাসটার্মিনাল জুমা পাড়ার সামসুল ইসলামের ছেলে মোঃ নজরুল ইসলাম (২২)। নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাবলেট টাফেন্টাডল বিক্রয়, সেবন ও বহনের অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক নজরুলকে এক বছরের কারাদন্ড প্রদান সহ ৫০০/- টাকা জরিমানা করা হয়। অপরদিকে, মাদকসেবি নজরুলের দেওয়া তথ্যানুসারে আটককৃত অপর কারাদণ্ড প্রাপ্ত হলেন, সংশ্লিষ্ট ফার্মেসীর মালিক মাহমুদুল হাসান (২৮), সে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সোনাপুকুর এলাকার মৃত রইসুল ইসলামের ছেলে। তাকে ৩ মাসের কারাদন্ড ও ৫০০০/- টাকা জরিমানা করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরের দিনাজপুর রোডের ওই ঔষধের দোকানে দীর্ঘদিন ধরে ঔষধ ব্যবসার আড়ালে এধরনের নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাবলেট বিক্রিয় করে আসছিল ফার্মেসীর মালিক মাহমুদুল হাসান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে শহরের বাসটার্মিনাল এলাকা থেকে প্রথমে মাদকসেবি নজরুলকে ২ পিস্ মাদকদ্রব্য ট্যাবলেট সহ আটকের পর, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১২ টায় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাতের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উক্ত ফার্মেসীতে অভিযান চালিয়ে ফার্মেসী দোকানীকে হাতেনাতে আটক করা হয়। এসময়, ঐদোকান থেকে নিষিদ্ধ ২৭ পিস্ মাদকদ্রব্য টাফেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে, এ্যাসিল্যান্ড (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম এর নেতৃত্বে পরিচালিত ভ্র্যাম্যমান আদালতের নিকট আটককৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করলে, ভ্রাম্যমাণ আদালতের বিচারক উভয় যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের আদেশের প্রেক্ষিতে কারাদন্ড প্রাপ্ত আসামীদেরকে ঐদিনই নীলফামারী জেলা কারাগারে প্রেরন করা হয়েছে বলে সাপ্তাহিক অভিযোগকে জানিয়েছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.