পুনম শাহরীয়ার ঋতু: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী এলাকার বোয়ালী নরেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী নুপুর সরকারকে হত্যা ও শ্রাবনী মালোকে হত্যার চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেছে দুটি স্কুলের শিক্ষার্থী, নিহত ও আহতের স্বজনরাসহ প্রায় সহস্রাধিক এলাকাবাসী। নিহত নুপুর ওই এলাকার পরিতোষ সরকারের মেয়ে এবং আহত শ্রাবনী একই এলাকার দুলাল মালোর মেয়ে।
মানববন্ধনে সহপাঠিরা জানায়, নুপুর ও শ্রাবনী গত ১৩ জুলাই ছবি তোলার কথা বলে উপজেলার বড়ইবাড়ি বাজারের উদ্দেশ্যে দুজনে বেড়িয়ে যায়। এরপর থেকে তাদের আর খোঁজ নেই। ওইদিন সন্ধ্যায় ফোনের মাধ্যমে খবর আসে তারা দুজনে ঢাকার বিমানবন্ধর রেলষ্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে নুপুর ঘটনাস্থলে মারা যায় এবং শ্রাবনীকে মোহাম্মদপুর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। আহত শ্রাবনীর জ্ঞান ফিরলেও এখনো সে কথা বলতে পারছে না।
স্কুলকর্তৃপক্ষ, নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবী, ওরা দুজন কখনো ঢাকা যায়নি। কিভাবে কার মাধ্যমে ঢাকা পৌছাল? এমন প্রশ্ন মানববন্ধনে উপস্থিত জনতার। এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে উল্লেখ করেন তারা। তাই এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ফাঁসির দাবি সহপাঠি, স্বজন ও এলাকাবাসীর। মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, ওই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. আতাউর রহমান, প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, নিহত ছাত্রীর বাবা পরিতোষ সরকার, সহপাঠী মাফুজা হক মনা প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.