২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

খালবিল যতই আছে, কানায় কানায় ভরা

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০২০
খালবিল যতই আছে, কানায় কানায় ভরা

Sharing is caring!

খালবিল যতই আছে,কানায় কানায় ভরা

 

(লেখকঃ মোঃ রাকিব হোসেন)

 

অচিনপুরের পাখ-পাখালি, ডানায় ডানায় ভরা। খালবিল যতই আছে, কানায় কানায় ভরা।

 

সাদা বগের এলোমেলো, খুঁজে পুটি মাছ।
মাছেরা সব লুকিয়ে আছে, গভীর জলে জাস।

 

জেলেরা সব জাল নিয়ে, আসে খাল-বিলে।
ছোট-বড় মাছেরা বলে, যাব গভীর জলে।

 

হতাশ হয়ে জেলেরা সব, যাবে বাড়ি ফিরে।
পাবেনা আর খুঁজে, গভীর জলে গেলে।