Sharing is caring!
ফকির হাসান :: পুলিশ ভিক্ষুক সেজে সিলেটের বিভাগের ৪ জেলার আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত সরর্দার এক ডজন মামলার পলাতক আসামী লেছুমিয়া ( ৪০) কে ছাতক থানার পুলিশ আটক করেছে ।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টায় এস আই হাবিবুর রহমান পিএম’এর নেতৃতে ভিক্ষুক সেজে পৌর শহরের বাশঁকলা গ্রামে এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করতে সক্ষম হয়েছেন। সে পৌর শহরে বাঁশকলা গ্রামের কুখ্যাত মৃত্যু ফজর আলী পুত্র ।
তার বিরুদ্ধে সিলেটের কোম্পানীগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক সহ লেছুমিয়া (৪০) নামে ১৩টি মামলা রয়েছে বিভিন্ন থানায়।
পুলিশ জানায় তার বিরুদ্ধে বেশীভাগ মামলা ডাকাতি,ছিনতাই,চুরি,দ্রুত বিচার আইন ও মাদকসহ ১৩টি মামলার পলাতক আসামী সে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এস আই হাবিবুর রহমান পিপি এম ।