১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

এক নারীর ২ প্রেমিক, ৭ জনের পরিকল্পনায় একজন লাশ

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২০
এক নারীর ২ প্রেমিক, ৭ জনের পরিকল্পনায় একজন লাশ

Sharing is caring!

 

অভিযোগ ডেস্ক : প্রেমের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া প্রতিহিংসা থেকেই মাটিরাঙ্গার পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপুকে হত্যা করা হয়। ছয় সহযোগিকে নিয়ে পরিকল্পিতভাবে টিপুকে হত্যা করে নিপুন ত্রিপুরা নামে এক যুবক।

 

ক্লুলেস নুর মোহাম্মদ টিপু হত্যাকাণ্ডের ২১ দিনের মাথায় সেনাবাহিনীর সহযোগিতায় হত্যাকাণ্ডের রহস্য বের করে পুলিশ।

 

গত দুই দিনে মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের অংশগ্রহনকারী সাত যুবককে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

 

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. শামসুদ্দিন ভূঁইয়া জানান, স্থানীয় একজন ত্রিপুরা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল নিপুন ত্রিপুরার।

 

অন্যদিকে একই মেয়ের সাথে প্রেম ঘটিত সম্পর্ক গড়ে উঠে পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপুর।

 

বিষয়টি জানতে পেরে প্রতিহিংসায় ছয় সহযোগির সাথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাড়ি থেকে ডেকে নিয়ে পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপুকে হত্যা করা হয়।

 

পরে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের সাপমারা ব্রিজের নিচে ফেলে দিয়ে হত্যাকারীরা পালিয়ে যায়।

 

তিনি আরো জানান, বিভিন্ন সোর্স ব্যাবহার করে সেনাবাহিনীর সহযোগিতায় পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপু হত্যাকাণ্ডে জড়িত সাত আসামিকে আটক করা হয়েছে।

 

আটককৃততেদর মধ্যে সুমন ত্রিপুরা ও শান্তি ত্রিপুরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

 

প্রসঙ্গত, গত ২৪ জুলাই (শুক্রবার) দুপুর পোনে একটার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের সাপমারা ব্রিজের নিচ থেকে পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপুর মরদেহ উদ্ধার করে পুলিশ।