১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

আনোয়ারায় ৭০ লিটার চোলাই মদসহ আটক ৩

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২০
আনোয়ারায় ৭০ লিটার চোলাই মদসহ আটক ৩

Sharing is caring!

 

খালেদ মাহামুদ হাসান,আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের আনোয়ারায় ৭০ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

 

সোমবার (১৭ আগষ্ট) সকাল ৫ টা ৩০ মিনিটের দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের যোগেশ বাবু ঘাটা সংলগ্ন মুন্সি মিয়ার পুকুর পাড় থেকে তাদেরকে আটক করা হয়।

 

এসময় তাদের কাছ থেকে ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

 

আটককৃতরা হচ্ছে, আনোয়ারা উপজেলার পরৈকোড়া গ্রামের ইদ্রিচ মাস্টারের বাড়ির জামাল আহমদের ছেলে মোঃ আমির হোসেন (৪২), একই ইউনিয়নের ভিংরোল গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে মোঃ নাজিম উদ্দিন (২৭) ও পটিয়া উপজেলার কাশিয়াইশ এলাকার রঞ্জিত দাশের ছেলে অংকুর দাশ (৪৫)।

 

আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ লিটার চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়।

 

পুলিশ উপস্থিতি টের পেয়ে আরেক মাদক ব্যবসায়ী মুছা পালিয়ে যায়। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা।

 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ২৪ (খ) মামলা রুজু করা হয়।