১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

ধামুইরহাটে ফেন্সিডিল সহ আটক ২

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২০
ধামুইরহাটে ফেন্সিডিল সহ আটক ২

Sharing is caring!

 

নাইম,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 

নওগাঁর ধামুইরহাটে ২৮ বোতল ফেন্সিডিল সহ দুলাল হোসেন (৪৮) ও ছানাউল ইসলাম (৪২) নামে দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ ডিবি।

 

ডিবি পুলিশ জানায়, রোববার রাত পৌঁনে ১২ টার দিকে ওসি ডিবি কে এম শামসুদ্দিনের নেতৃত্বে এএসআই মোঃ ফেরদৌস আলী ও এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে জেলার ধামুইরহাট থানাধীন আলমপুর ইউপির পশ্চিম শালুককুড়ি গ্রামে অাটক ছানাউলের বাড়ির সামনে খলিয়ান হতে তাদেরকে আটক করা হয়।

 

এসময় উপজেলার খরমপুর গ্রামের আমির উদ্দীনের ছেলে দুলাল হোসেনের কাছে থেকে ১৫ বোতল এবং পশ্চিম শালুককুড়ি গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে ছানাউল ইসলামের কাছে থেকে ১৩ বোতল সহ মোট ২৮ (আটাশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

ডিবির এএসআই ফেরদৌস আলী ঘটনা নিশ্চিত করে জানান, এবিষয়ে ধামইহাট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।