১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকের গোবিন্দগঞ্জে পাবলিক টয়লেট নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সবিনয় অনুরোধ

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০
ছাতকের গোবিন্দগঞ্জে পাবলিক টয়লেট নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সবিনয় অনুরোধ

Sharing is caring!

 

ছাতকের গোবিন্দগঞ্জে পাবলিক টয়লেট নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সবিনয় অনুরোধ

 

 

ফকির হাসান :-
সুনামগঞ্জ জেলার শিল্পনগরী খ্যাত ছাতক উপজেলায় অবস্থিত গোবিন্দগঞ্জ পয়েন্ট একটি জনগুরুত্বপূর্ণ ও জনবহুল পয়েন্ট হিসেবে সুনামগঞ্জ জেলা তথা সিলেট বিভাগজুড়ে সমাদৃত৷

 

সিলেট, সুনামগঞ্জ ও ছাতকের মধ্যবর্তী স্থানে এ পয়েন্টটি অবস্থিত হওয়ায় এতে সব অঞ্চলের বিভিন্ন শ্রেনীপেশার সবধরনের ও সব বয়সের মানুষের ব্যাপক চলাফেরা লক্ষ করা যায়৷

 

পয়েন্টটিতে রয়েছে অসংখ্য দোকানপাট, শতশত ব্যবসা-প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ৷

 

রয়েছেন অনেক শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, গুরুত্বপূর্ণ ও গণ্যমান্য, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, অসংখ্য জনপ্রতিনিধিবৃন্দ এবং দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য প্রবসাী বৃন্দ৷

 

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল যে, এই জনগুরুত্বপূর্ণ ও জনবসতিপূর্ণ পয়েন্টে নেই কোন স্থায়ী টয়লেটের ব্যবস্থা৷

 

ব্যবসা ও শিল্পসমৃদ্ধ বৃহত্তর ছাতক উপজেলার প্রাণকেন্দ্র এবং সিলেট, সুনামগঞ্জ ও ছাতকের একটি গুরুত্বপূর্ণ বৃহৎ পয়েন্টে সাধারণ একটি পাবলিক টয়লেট না থাকা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক৷

 

এমনটাই দাবি করছেন উক্ত এলাকার সচেতন নাগরিক মহল৷ বর্তমান আধুনিকতার এ যোগে তাল মিলিয়ে চলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও এটি একটি বিরাট বাঁধা হয়ে দাঁড়িয়েছে৷

 

পাবলিক টয়লেট না থাকার দরুন মানুষ যততত্র খোলা আকাশের নিছে প্রাথঃ কর্ম সম্পন্ন করার ফলে অনেক সময় পথচারীদের বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে মারাত্মকভাবে৷ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিষয়টি খুবই বিভ্রান্তিকর৷

 

তাই উপরোল্লিখিত বিষয়সমূহের বিবেচনাস্বরুপ উল্লেখিত এলাকায় একটি স্থায়ী পাবলিক টয়লেট নির্মাণ করতে অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অত্র ইউ.পি চেয়ারম্যান, গোবিন্দগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি কেন্দ্রীয় কমিটি, ছাতক উপজেলা মানবাধিকার কাউন্সিল, বিভিন্ন সামাজিক সংস্থা ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণের একটি প্রাণের দাবি বাস্তবায়ন করে গোবিন্দগঞ্জবাসীর সমৃদ্ধতাকে আরো পরিপূর্ণ করবেন৷