Sharing is caring!
আল ফয়সাল অনিক,ঠাকুরগাঁও প্রতিনিধি :
৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রনকারী বীর মুক্তিযোদ্ধা মো: দবিরুল ইসলামকে (সাবেক ইউপি সদস্য) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
১৪ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৮টার সময় বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম (৭০) মধুপুর গ্রামে নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন (ইন্না—-রাজেউন)।
শুক্রবার সকাল ১০ টায় সদর উপজেলার রুহিয়া গিন্নীদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রুহিয়া পুকুর সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পূর্ণ করা হয়।
এর আগে তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সন্মান গার্ড অব অর্নার প্রদান করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি চৌকষ দল ।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সুবোধ চন্দ্র রায় প্রমুখ।