সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে টিকটক ভিডিও কারীদের মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলার বারোবাজার গ্রামের মৃতঃ তৌহিদ আমিনের মেয়ে তানজিলা আমিন ছোয়া (২২) সে ঝিনাইদহ পলিটেকনিক এর ছাত্রী।
অন্যজন হলো, শহরের কেপি বসু সড়ক এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মেহেদী হাসান (২৫)।
পরে অভিভাবকদের ডেকে তাদের কাছ থেকে পরবর্তীতে এ ধরনের অশালীন কার্যকলাপ থেকে বিরত থেকে লেখাপড়ায় মন দেওয়ার অঙ্গিকার নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সমাজের এসমস্ত কিছু উঠতি বয়সের ছেলে মেয়েরা ইদানিং দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অশ্লীল ভঙ্গিমায় এবং অশ্লীল কথাবার্তায় ভিডিও করছে। এদের মধ্যে বেশির ভাগই বিদ্যালয়ে পড়াশোনা করা ছাত্র ছাত্রী। যদিও পরিবারের অনুরোধ ও লেখাপড়ার স্বার্থে তাদেরকে প্রথমবারের মতো ক্ষমা করা হচ্ছে।তবে একই অপরাধে দ্বিতীয় বার ধরা পড়লে তাদেরকে অপরাধীর নজরেই দেখা হবে বলে সদর থানার ওসি মিজানুর রহমানের পক্ষ থেকে সতর্কবাণী দেওয়া হয়েছে। কারন প্রথম থেকেই জেলাতে যে কোন ধরনের অপরাধের বিরুদ্ধে এসপি'র কঠোর নজরদারি রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.