১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ বিচার বিভাগের শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ বিচার বিভাগের শ্রদ্ধা নিবেদন

Sharing is caring!

 

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচি হিসাবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ বিচার বিভাগের বিচারকবৃন্দ।

 

 

বুধবার বিকাল ৫ টায় গোপালগঞ্জ বিচার বিভাগের জেলা ও দায়রা জজ অমিত কুমার দে’র নেতৃত্বে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিচারকবৃন্দ। এরপর বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

 

এ সময় গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওসমান গণি, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) ইউসুফ হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দীন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুন্ডু, জেলা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।