Sharing is caring!
বিশেষ প্রতিনিধি :
ফেনীর সাবেক আওয়ামি যুবলীগ নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন ভুঞাকে গুলি করে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।গতকাল বুধবার ১৭ই জুলাই দুপুরে মধুপুরে নিজ বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।পরে স্থানীয়রা তাকে পুলিশের সহায়তায় উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।পরে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের এম. সাখাওয়াত হোসেন বলেন, ফেনীর আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন।বাড়িতে গেলে দুপুরে জোহরের নামাজের পূর্ব মুহুর্তে ২০/২৫ জনের একদল অস্ত্রধারী দূর্বৃত্ত তাকে জিম্মি করে বাড়ির পাশে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে দূর্বৃত্তরা মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. রেদোয়ান হোসেন বলেন, রক্তাক্ত অবস্থায় তাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ফ্যাকচার ও জখম রয়েছে। মাথা, মুখমন্ডল, হাত ও পায়ের অবস্থা বেশি মারাত্মক।
ফেনী মডেল থানার ওসি মো.আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।