Sharing is caring!
সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকার যেখানে অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার সেখানে,সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটিতে কৃষকদের জন্য সরকারি বরাদ্দকৃত ঘর এখন খাবার হোটেলের জন্য ভাড়ায় দেওয়া হয়েছে।
গতকাল সরজমিন গিয়ে জানা যায়,সদর উপজেলার গান্না ইউনিয়নে প্রান্তিক কৃষকদের কথা ভেবে ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস,কৃষি পন্য সংগ্রহ ও বাজারজাত করনের লক্ষে সরকারি ১ লক্ষ বাজেটে ঘর করে দিয়েছেন।
দুঃখের বিষয় এই ঘর কৃষকদের কোন কাজে আসছেনা। এলাকার কৃষকদের অভিযোগ, ঘরটির রক্ষনাবেক্ষনের দ্বায়িত্ব থাকা প্রভাবশালী মুক্তার আলী নিজের ব্যাক্তিগত কাজে ঘরটি ব্যাবহার করে আসছিল। কিছু দিন হল ব্যাক্তিস্বার্থে অন্যের নিকট ঘরটি ভাড়ায় দিয়েছেন তিনি, ঘরটি এখন খাবার হোটেল হিসিবে ব্যাবহার করছেন,একই এলাকার ঠান্ডু আলী নামে এক যুবক। ঘরটি দ্রুত খালি করে দেওয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে,মুক্তার আলী ও একই এলাকার নুর আলী প্রতিবেদককে জানান,এই ঘর কৃষকদের জন্য বরাদ্দ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস। ঠান্ডু গরিব তাই ঘরটি আমরা কিছুদিন হল খাবার হোটেল করতে দিয়েছি। তবে ভাড়ায় না।প্রয়োজনে ঘর খালি করে দেওয়া হবে।