মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি সংক্রান্ত ও পাওনা টাকাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার পৌরশহরের পূর্ব গাইলকাটা গ্রামের মৃত ফালু মিয়ার পুত্র মোঃ হাবিবুর রহমান (৪৫) ও মৃত আমির হোসেনের ছেলে মোঃ মাহবুবুর রহমান (৩৫) দের বাড়ীতে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় হাবিবুর রহমানসহ তার স্ত্রী মোছাঃ রুবি আক্তার (৩৭) আহত হয়েছে।
হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, তাদের একই বাড়ীর মোঃ বাচ্চু মিয়ার সাথে জমি সংক্রান্ত ও টাকা পাওনা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে ১৭ জুলাই বুধবার বাচ্চু মিয়া (৬৫) ও তার তিন ছেলে মোঃ শাহনবী (২৮), নূরে আলম (২৫) ও বদরুল আলম (২২) সহ ৫/৬ জন মিলে তাদের জায়গায় জোরজবর দখল করে ঘর নির্মাণ করার সময় হাবিবুর রহমান বাঁধা নিষেধ দিলে তারা হাবিবুর রহমান ও তার স্ত্রী মোছাঃ রুবি আক্তারের উপর হামলা করে মারধর করে। এ সময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী প্রতিপক্ষের হাত থেকে তাদের রক্ষা করে গুরুতর আহত অবস্থায় হাবিবুর রহমানকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। হাবিবুর রহমানের অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। মোছাঃ রুবি আক্তার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে প্রতিপক্ষ তাদের বিভিন্ন প্রকার হুমকি সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.