রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে টুঙ্গিপাড়া উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮৪ জনে।
তিনি জানান, গত রবিবার টুঙ্গিপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়।
সোমবার রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পাই। রিপোর্টে তাঁর দেহে করোনা পজেটিভ আসে।
উপ-সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস “গোপালগঞ্জ সংবাদ”কে জানান, করোনা কালীন সময়ে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছি। বর্তমানে সুস্থ্য আছি এবং নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করবো।
দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
প্রকাশ কর্তৃক : ‘এডভানসড প্রিন্টং’ক-১৯/৬, রসুলবাগ,ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা - ১২১৯। ইমেইল: abhijug@gmail.com