২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গাঁয়ের মাঠের বারিধারা…..জলি🔥ফাতেমা 🔥রোখসানা

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০২০
গাঁয়ের মাঠের বারিধারা…..জলি🔥ফাতেমা 🔥রোখসানা

Sharing is caring!

গাঁয়ের মাঠের বারিধারা
জলি🔥ফাতেমা 🔥রোখসানা

জাতীয় কবি নজরুলের সোনার বাংলাদেশে।
আকাশ ভরে গেছে ঘন কালো মেঘে।
কবুতর ঝাঁকগুলি উড়ে ফেরে ঘরে।
মুরগীর ছানা-গুলি কিচির – মিচির করে।
অবিরাম ধারায় বৃষ্টি পড়ে টাপুর – টুপুর ঝর ঝর।
মাঠ থেকে গরু লয়ে কেলো চাষী শীতে কাঁপে থর থর।
বর্ষার সেই একটানা বৃষ্টির সুর ঝুমুর ঝুমুর মিষ্টি মধুর।
বৃষ্টি পড়ে টাপুর – টুপুর কখনও ঝরে ঝর ঝর।
ফল- বৃক্ষ তরুলতা ফুলকলি খুশিতে ভর ভর।
চমৎকার বর্ষায় মুখরিত হয় সন্ধ্যা।
খুশি গোলাপ, বেলী আর রজনী গন্ধ্যা।
বৃষ্টি ঝরে ঝর ঝর ভরা সবুজ – প্রান্তরে।
অবিরাম ধারায় খাল – বিল ভরে যায় পানিতে।
মাঝি নৌকা বায় চারিদিকে পানিতে থৈ থৈ।
খেলা করে হাঁসগুলি করে হৈ চৈ।
গাছে গাছে পাখিরা বৃষ্টিতে ভিজছে।
বারি ঝরে ঝর ঝর সারাদিন ঝরছে।
এমন দিনে কারোর নাহি পাই।
এমন ঘন ঘোর আঁধার বর্ষায়।
বারি ঝরা বর্ষায় প্রানে কি সুর বাজে।
বর্ষার বিরক্ততায় মন বসে না কাজে।