Sharing is caring!
মৃত্যু_নিশ্চিত
কলমে_গৌরী_পাল
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
আমার মৃত্যু খুব বেশি দূরে নেই,
আমার অভিধানে এই সংসারের প্রয়োজন মিটে গেছে।
ভীষন ভাবে বেমানান একজন মানুষ হয়ে গেছি,
মাঝে মধ্যেই দিতে হয় চোখে জলের ঝাপটা,
নইলে দুচোখ ঝাপসা হয়ে আসে।
দূরের তারাগুলো খুব কাছের মনে হয়,
চেনা পথ, প্রিয় মুখ, আপনজন অচেনা হওয়ার আগেই,
ফিরে যেতে চাই জীবনের অন্তিম বেলায়।
একলা পথে হাঁটতে হাঁটতে তৃষ্ণার্ত করে মরীচিকা,
আমার মৃত্যু খুব বেশি দূরে নেই,
কারন
আমার কাছে ভালবাসার পরিমিতিবোধের মাপকাঠি নেই,
মেপে ভালবাসতে পারলাম না আপনজনদের ।
পৃথিবীতে টিকে থাকা মানে মিথ্যে অপবাদের বোঝা নিয়ে
ভীষন ভাবে প্রান্তিক মানুষ হয়ে গেছি,
আমার মৃত্যু খুব বেশি দূরে নেই।
আমার মৃত্যুর কোন আয়োজন থাকবে না,
স্মৃতি দগ্ধ হয়ে আছি নিজের মৃত্যুর অপেক্ষায়।
মৃত্যুর মৃত্যু হয় না, মৃত্যুর ক্ষুধা মেটে না,
আমি তো অনেক দিন আগে থেকেই মৃত ,
তাই মৃত্যুর ডাক আসে না।
কিন্তু আমি শুনতে পাই মৃত্যুর ডাক,
আমার মৃত্যু খুব বেশি দূরে নেই।