Sharing is caring!
পল্লী গাঁয়ের রুপ
জলি_ফাতেমা_রোখসানা
এই মাটিতে চলি ফিরি,
এই মাটিতে বসি।
মাথার ঘাম পায়ে ফেলে,
এই মাটিরে চষি।
মাঠ ভরা সোনার ফসল
আরো পাকা ধান।
চাষীদের খুশি ভরা প্রানে ফুটে ওঠে গান।
বৃক্ষডালে কুহুতানে কোকিল ডাকে ঝির ঝির বায়ু বয়।
চাষী ভাই কাস্তে হাতে ফসল কাঁটে প্রানের গীত গায়।
নতুন ধানের গন্ধে,
মন ভরে আনন্দে।
চাষী ফেরে ভিজা গামছা কাঁধে।
গৃহিনী নানা প্রকার পিঠা আরো ফিরনী পোলাও রাঁধে।
গাঁয়ের মাঠের প্রদ্বীপ জ্বালা পাতার অট্টালিকা।
সেথায় প্রানের আলিঙ্গন আছে কত স্নৃতি লেখা।
চূড়ান্ত নীল আকাশে পাখিরা উড়ে যায় দূর – দুরান্ত সীমানায়।
ক্ষেতের পাশ দিয়ে আঁকা – বাঁকা, নদীর সুর কলতানে পথ বয়ে যায় অজানায়।