২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাতকে ত্রাণ বিতরণী সভায় সুনামগঞ্জের বন্যার্তদের পাশে রয়েছে সরকার —-ত্রাণ প্রতিমন্ত্রী

অভিযোগ
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯
ছাতকে ত্রাণ বিতরণী সভায় সুনামগঞ্জের বন্যার্তদের পাশে রয়েছে সরকার —-ত্রাণ প্রতিমন্ত্রী

 

জামরুল ইসলাম রেজা,
ছাতক প্রতিনিধিঃ-
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন মানবতার নেত্রী। শেখ হাসিনা সুনামগঞ্জের গরীব মানুষের জন্য দূর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দিয়েছেন। এ অঞ্চলে আরো ৩শ ৪০ টি দূর্যোগ সহনীয় ঘর দেয়া হবে। বন্যা কবলীত এলাকায় ইতিমধ্যে ৭শ মেঃ টন চাল ও নগদ ১৫ লক্ষ টাকা দেয়া হয়েছে। আরো ২শ মেঃ টন চাল বরাদ্দ রয়েছে এ অঞ্চলের মানুষের জন্য। প্রয়োজনে সাময়িক বসবাসের জন্য বন্যার্তদের তাঁবু ও দেয়া হবে। তিনি বলেন, ২০১৭ সালের অকাল বন্যায় সুনামগঞ্জবাসী ফসল হারিয়েছিলেন। সরকার সারা বছর তাদেরকে বিনা মূল্যে চাল ও টাকা দিয়েছেন। বর্তমানেও বন্যা দূর্গত মানুষের পাশে রয়েছে শেখ হাসিনা ও তাঁর সরকার। বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, পরিশ্রমী ও সেরাদের সেরা আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার ভাগ্যের সাথে এদেশের মানুষের ভাগ্য জড়িত রয়েছে। তিনি ভালো থাকলে দেশের মানুষ ও ভালো থাকবে। বন্যার কারণে বাংলাদেশের মানুষ কেউ না খেয়ে মরবেনা। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এ অ লের কৃতি সন্তান নজিবুর রহমান প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সারা দেশের বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন। কাজেই সুনামগঞ্জের বন্যার্তদের বিষয়টি তিনি নিজেই দেখছেন। সুনামগঞ্জে দূর্যোগের স্থায়ী ব্যবস্থা নিতে এ অঞ্চলে ১৫শ কোটি টাকা ব্যয়ে ১৯১ কিঃমিঃ নদী খননের উদ্যোগ গ্রহন করেছে সরকার। বুধবার (১৭জুলাই) বিকেলে ছাতক উপজেলার ধারণ বাজারে ৩ ইউনিয়নের ২ হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় মন্ত্রীদ্বয় এসব কথা বলেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ এবং ইউআরসি ইন্সট্রক্টর মোস্তফা আহসান হাবীবের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি, ড. জয়াসেন গুপ্তা এমপি, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের মহা-পরিচালক আবু সাঈদ হাসেম, সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়াম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, আব্দুল মছব্বির। সভায় ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আওলাদ হোসেন মাষ্টার, মুরাদ হোসেন, আওয়ামীলীগ নেতা এড. সামসুর রহমান, এড, ছায়াদুর রহমান, আপ্তাব উদ্দিন, আব্দুল খালিক, আবুল হাসনাত, হাজী মখলিছুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তজম্মুল হক রিপনসহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30