১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট গোয়াইনঘাট লেংগুরা গ্রামে শিশু হত্যার চেষ্টা

admin
প্রকাশিত আগস্ট ৭, ২০২০
সিলেট গোয়াইনঘাট লেংগুরা গ্রামে শিশু হত্যার চেষ্টা

Sharing is caring!

 

শাহরিয়ার হোসেন খান ::

 

পূর্বে শত্রুতার সূত্রধরে গতকাল ০৬/০৮/২০ রোজ বৃহস্পতিবার সময়, যথাক্রমে ৬ ঘটিকা ও ৮,৩০ ঘটিকা হবে, শিশু সুয়ানা, ৯, শাহানা৭, ও আনোয়ারা ৬ পুকুরে হাত মুখ দুলাই করতে গেলে, পূর্ব পরিকল্পনা মোতাবেক শিশুদের কে হত্যার উদ্দেশ্যে গলাটিপে ধরে, বিবাদী হল ১/সোয়াবান৪৫ স্বামী মঈনুদ্দিন ২/সোনাবান ৪০ স্বামী ফারুক ৩/জয়তুন ২০ স্বামী কটাই, শিশুরা চিৎকার দিলে দাদী রেনু বগম, সুলতানা বেগম ও হাছিনা বেগম, দৌড়ে এসে শিশুদের আহত অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট হাসপাতালে চিকিৎসা দেওয়া জন্য গেলে, বিবাদী, জসিম ২৮ ২/সেলিম ২৪ ৩/জোবের আহমদ ২২ ৪/ইউছুপ ২৫, ৫/ আজমল(আবরা) ৩৮, ৬/ আং কাদির কটাই ২২, সহ শিশুদের মা পারভীন বগম নানুমিয়ার বিল্ডিংয়ের সামনে আসার সাথে সাথে উল্লেখীত বিবাদী সামিলে পারভীন বেগম কে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে, পিচন থেকে তার স্বামী রমিজ উদ্দিন তাদের বাচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়েছে, প্রতক্ক দোকানদারা এগিয়ে এসে আহত সবাই কে উদ্ধার করে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তীকরা হয়েছে, উল্লেখ্য দীর্ঘ দিন হতে তাজির উদ্দীনের পরিবার কে আসামি, গন অথার্ত লিয়াকত আলী ও আং কাদির গংরা নানা ভাবে হয়রানি ও নির্যাতন করে আসতে থাকায়, একটি মানবাধিকার সংগঠনের মাধ্যমে৷ প্রতিকার ছেয়ে পুলিশ সুপার সিলেট বরাবরে দরখাস্ত করেন যা আগামী ১২/০৮/২০ উভয় পক্ষ এস পি অফিসে উপস্থিত থাকবে তাই যাওয়ার পূর্বে, হিংস্রতা প্রকাশের জন্য শিশুদের হত্যা ও পরবর্তীতে চিকিৎসা না নিতে পারে, চবার মহিলা সহ ৫ জনকে গুরুতর আহত করে, বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আসামি কতৃক আবারও আক্রমণ করার হুমকি দেওয়া হচ্ছে । পুলিশ প্রশাসন সহ সবার সহযোগিতা কামনা করছে নির্যাতিত পরিবার ও তাদের অবিভাবক তাজির উদ্দীন,। নিচে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের ছবি।