Sharing is caring!
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-
চট্টগ্রাম-১০ আসনের (ডবলমুরিং) সংসদ সদস্য আফছারুল আমিনের আনা অভিযোগ হেসেই উড়িয়ে দিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেন হিরণ। হঠাৎ করে কেন আফছারুল আমিন তার বিরুদ্ধে সরব হলেন তারও কোন কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। তবে হিরণ মনে করেন, সামনে সিটি করপোরেশন নির্বাচনে আফছারুল আমিনের পছন্দের প্রার্থী থাকতে পারে—এ কারণে হয়তো আফছারুল আমিন তার বিরুদ্ধে লেগেছেন। তবে কোন লিখিত অভিযোগ পেলে তার উত্তর দেবেন বলে জানান হিরণ।
প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে অনুসারী হিসেবে পাশে রাখার পর হঠাৎ হিরনের বিরুদ্ধে সরব হয়ে উঠেন আফছারুল আমিন। বুধবার (১০ জুলাই) চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সভায় হিরণের বিরুদ্ধে অভিযোগ তোলেন আফছারুল। তার অভিযোগ, কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণের দাপটে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা অসহায় হয়ে পড়েছেন। স্বাভাবিকভাবে দলীয় কর্মকান্ড চালাতে পারছেন না তারা। তৃণমূলের রাজনৈতিক কর্মকান্ডেও হিরণ বাধা দিচ্ছেন বলে অভিযোগ তোলেন
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য
বুধবার (১৭জুলাই) সম্পাদকমন্ডলীর এবং ১৯ জুলাই সভাপত মন্ডলীর সভা আছে। এই দুটি সভায় সাংসদ জনাব আফছারুল আমিনের অভিযোগগের ব্যাপারে আলোচনার পর সিন্দান্ত হওয়ার কথা রয়েছে।
আফছারুল আমিনের অভিযোগ অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিল খুলশি থানা আওয়ামী লীগের লীগের আহবায়ক মোহাম্মদ হোসেন হীরণ বলেন সাংগঠিক কাজে বাধা দেওয়ার প্রশ্নই উঠে না।আর দাপটের কথা বলেছেন উনি? দাপট অবশ্যই আছে তবে সেটা ভালো বাসার দাপট। ভালো বাসার দাপট আছে বলেই চার বার কাউন্সিল নির্বাচিত হয়েছি।এই এলাকার মানুষ আমাকে ভালো বাসে।আমার জন্য জীবন দিতে রাজি তারা।।