কবিগুরু_রবীন্দ্রনাথ_ঠাকুরের_প্রয়াণ_দিবসে_শ্রদ্ধাঞ্জলি
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
কলমে_গৌরী_পাল
সুন্দর পৃথিবীতে তুমি এসে ছিলে ,তাই তো
সব অন্ধকার কেটে গিয়ে ,পৃথিবী আলোকিত হয় রবির কিরণে।
সাহিত্য জগতের অন্ধকার কালো মেঘ বৃষ্টি রূপে ভেসেছে।
তুমি এসে ছিলে তাই তো,
গানে গানে ঝংকারের সুর বাজে।
খর বায়ু বয় বেগে/"জল পড়ে পাতা নড়ে"।
"চিত্রাঙ্গদা" ,"চন্ডালিকা".....
চক্ষে আমার তৃষ্ণা জাগে।
তুমি এসে ছিলে তাই তো,
"রক্তকরবী" ফোটে...........
সখী ভাবনা কাহারে বলে,
সবই যেন মনে দাগ কাটে।
"ডাকঘর" থেকে "পোষ্ট মাষ্টার"
"ইউরোপ প্রবাসীর পত্র"
সবই যেন মন কাড়ে।
তুমি এসে ছিলে তাই তো,
"ভগ্নহৃদয়" দিয়ে করেছো আপন,
"শেষলেখা"আর "শেষকথা" দিয়ে যায় ভালোবাসা বসন্ত জাগ্রত দ্বারে.......।
"মালিনী" ,"সন্ধ্যা সঙ্গীত"প্রদীপ জ্বেলে তুলসী তলায়
"নৈবেদ্য" দেয়।
তুমি এসে ছিলে তাই তো
"ঠাকুরদাদা" থেকে শুরু করে
"বউঠাকুরানী হাট"
মনে মালা গাঁথে।
জাতীয় সঙ্গীত "জন_গন_মন" আজ বাজে সারা পৃথিবী জুড়ে।
আমাদের"সোনার বাংলা" সকলের কাছে
"মৃত্যুঞ্জয়ী" হয়ে আছে।
তোমার কথা ভেবে আজ ও
বাঙালি মাথা উঁচু করে বাঁচে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.