৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চেক প্রতারণা মামলায় ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড

admin
প্রকাশিত মে ৩০, ২০১৯
চেক প্রতারণা মামলায় ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড

Sharing is caring!

আব্দুল করিম,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চেক প্রতারণা মামলায় আবাসন নির্মাতা প্রতিষ্ঠান এ জেড জেরিন প্রপার্টিজের স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চেকের সমপরিমাণ (২০ লাখ টাকা) অর্থদণ্ড দিয়েছেন আদালত।
চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক আফরোজা জেসমিন কলি বুধবার এ রায় দেন।
কারাদণ্ড প্রাপ্ত আসামি জসিম উদ্দিনের বাড়ি সাতকানিয়া উপজেলার কড়াইয়া নগর গ্রামে।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল কাইয়ুম বলেন, আসামী জসিম উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে চেকের সমপরিমাণ অর্থাৎ ২০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। মামলা দায়েরের শুরু থেকে আসামি মো. জসিম উদ্দিন পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, আবাসন নির্মাতা প্রতিষ্ঠান এ জেড জেরিন প্রপার্টিজের নির্মাণাধীন বিভিন্ন মার্কেট থেকে দোকানের পজিশন কিনেন সাতকানিয়া উপজেলার ওমর ফারুকের পরিবারের লোকজন। সেই সুবাধে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ওমর ফারুকের সাথে এ জেড জেরিন প্রপার্টিজের স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিনের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়। সম্পর্কের ভিত্তিতে ব্যবসায় বিনিয়োগ বাড়াতে ওমর ফারুকের কাছ থেকে ২০ লাখ ধার নেয় জসিম উদ্দিন। ধারের ২০ লাখ টাকা চেকের মাধ্যমে পরিশোধ করার কথা ছিল। কিন্তু জসিম উদ্দিনের দেয়া চেকগুলো ব্যাংকে জমা দেয়ার পর অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়।
পরে বিভিন্ন সময় টাকা উদ্ধারের চেষ্টা করে পাওনা টাকা পরিশোধ করেননি জসিম উদ্দিন। এরপর টাকা আদায়ে লিগ্যাল নোটিশ দেওয়ার পরও টাকা পরিশোধ করেননি ওই আবাসন ব্যবসায়ী। পরে টাকা আদায়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে চেক প্রতারণা মামলা দায়ের করা হয়।