২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কলমযোদ্ধা রীতা ধর এর জীবন ঘনিষ্ঠ কবিতা “ছিন্ন পত্রে ঝরে ব্যথিত খরা”

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০২০
কলমযোদ্ধা রীতা ধর এর জীবন ঘনিষ্ঠ কবিতা “ছিন্ন পত্রে ঝরে ব্যথিত খরা”

Sharing is caring!

ছিন্ন পত্রে ঝরে ব্যথিত খরা

 

★ রীতা ধর ★

 

এমনও কি হয় ভালোবাসার পংক্তি মালা!
শুধু একটি শব্দেই অমর হয় প্রেম,
কী এমন গভীর দীক্ষামন্ত্রে নক্ষত্ররা সাজায় বাসর আর সে একটি শব্দেই সূর্যের কাছে পৃথিবী রয়ে যায় চিরকাল নতজানু।

 

বিনি সুতোর মতো তোমার প্রত্যেকটা
কথার অমরতা গাঁথা ছিল বুকে,
শুধু আমার যত না বলা কথা
দুচোখের পাতায় খা খা রোদ্দুরে পোড়ে।

 

না বলেও বলা যায় হাজার কথা
না ছুঁয়েও ছোঁয়া যায় দৃষ্টির অতল,
যদি বুঝেইছিলে অশ্রুর সুস্পষ্ট ভাষা
কি আর ছিল বাকি যথাসর্বস্বে আমার।

 

এমনও কি হয় ভালোবাসার পঙক্তি মালা!
শুধু একটি শব্দের বিশালতায়
অরণ্য চষে সারাবেলা, প্রথম ভোরের
রঙে সবুজ পাতা বুনে বীজ।

 

কী এমন গভীর দীক্ষামন্ত্রে মরাগাঙের
বুকে জলকল্লোলে গায় ফাগুন!
শুধু আমার যত না বলা কথা
ছিন্ন পত্রে ঝরে ব্যথিত খরায়।
বর্ণহীন অদেখায় আমরণ ছুঁয়ে থাকে মন,

 

মোহন আবেশে জড়ায় অন্তরে অন্তর।
যদি অন্তরে অন্তর ছুঁই, যদি শুনি
মহাকাশের দৈব সঙ্গীত,না বলা কথার
কি আর ছিল বাকি যথাসর্বস্বে আমার।

 

যে কথাটি শুনা হলো সঙ্গীতে সঙ্গীতে
যে কথায় দোলে মন পূর্ণশশীতে
সেও কি রয় ভালোবাসার অমর বাণীতে!