Sharing is caring!
অমর স্বাধীনতা
জলি ফাতেমা রোখসানা
২৫- শে মার্চ কালো রাতে, পাক – বাহিনী ঘটালো এক নির্মম ঘটনা।
নিরীহ ঘুমন্ত মানুষের উপর গুলি চালিয়ে করলো ঐতিহাসিক রচনা।
দেশকে স্বাধীন করার জন্য শফৎ নিলো যারা।
শত্রুসেনার হিংস্র থাবায় শহীদ হলো তারা।
বীর – সৈনিক নিজ ত্যাগ স্বীকার বিসর্জনে, চেয়েছে জনতার আনন্দ উৎসর্গে।
দলে দলে ছাত্র- জনতা সবে মিলে যোগদান করে মুক্তিযুদ্ধে।
পরাজয় করে পাক- সেনাদের, রক্তের হোলি খেলে।
দুইশ বছর শোষকের হাতে এদেশ ছিল পরাধীনতা।
৩০ লক্ষ প্রানের বিনিময়ে মোর পেলাম স্বাধীনতা।
রাখবো মোরা ভূলবো না, শহীদ স্নৃতি- স্মরনে।
স্বাধীনতা দিবস অমর হোক বাংলার ইতিহাসে।