১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ঝিনাইদহ ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০২০
ঝিনাইদহ ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

Sharing is caring!

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

 

ঝিনাইদহ ডিবি পুলিশের একটি চৌকশ অভিযানে ফেন্সিডিল সহ মিঠু (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

আটককৃত মিঠু জেলার মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রামের মৃত শাহাবুলের ছেলে।

 

সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার জেলেপুতা ব্রিজের কাছ থেকে তাকে আটক করা হয়।

 

এ বিষয়ে ডিবি ওসি আনোয়ার হোসেন বলেন, মহেশপুরে মাদক চুরা চালানের উদ্দেশ্যে জেলেপুতা নামক স্থানের ব্রিজের কাছে একজন লোক অবস্থান করছে।

 

এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচায়ের জন্য উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়।

 

এসময় জেলেপুতা ব্রিজের কাছে অবস্থানরত মোঃ মিঠু’র কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৮৩ (তিরাশি) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক তাকে আটক করা হয়।

 

তিনি আরও বলেন, আসামির নামে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।