Sharing is caring!
হৃদয়হীন পাষান বন্ধু
জলি ফাতেমা রোখসানা
একদা ছিল এক প্রিয় পাষান বন্ধু রাজা।
বলবান সুঠাম দেহের অধিকারী দেখতে তাজা।
প্রেমের ফাঁদে মেয়ে পটায়ে দিতো জ্বালা।
কেউ তাকে করতো না বিচার,দিতো না সাজা।
মায়া চোখ, হালকা গোঁফ মায়াবী মুখ তার।
রুপ সাগরের রাজা সে কেড়ে নিতো মন সবার।
তার মায়াবী মুখের হাসি।
চন্দ্র – তাঁরাও খুব খুশি।
সে ছিল অহংকার বড়ই পাষান।
হৃদয়হীন ছোটমন ভন্ড ও পাষান।
তার আবার এত অভিমান।
শুধু অর্থের দেয় মান।
জীবন- সাথীকেও ভাবে না আপন।
পাওনা চাওয়া হয় তার কাছে যখন।
ভেবেছো আজ তুমি কি হয়েছো রাজা?
মনে রেখো ঐ দেহ চিরদিন রবে না তাজা।
তোর মাথায় রাজমুকুট বাঁধা।
বিফল আমার সুখ – স্বপ্ন সাধা।
আমার তরে হাজার জনের করলি তুই অপমান।
আঁধার যদি না পায় আলো,কেমনে দেয় সে সম্মান।