বিশেষ প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল ও মোহাম্মদ আলী বাজারে গাড়ী তল্লাশী করে ১০৪ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র্যাব।
ফেনীস্থ র্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীস্থ র্যাবের একটি দল মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় সন্দেহভাজন পরিবহনে তল্লাশী চালায়। এসময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো গ-১৪-৯৫৭৯) তল্লাশী করে ৬০ কেজি নেশা জাতীয় গাঁজাসহ আবু মুছা (২৭) ও মো. আবুল হোসেন (৩৫) কে আটক করে।
এর আগে দুপুর ১টার দিকে মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় মাইক্রোবাস (ঢাকা মেট্টো চ ১৩-৫৮৭০) থেকে ৪৪ কেজি গাঁজাসহ মো. শুক্কুর মিয়া (২৪) ও মো. সাহাব উদ্দিন মোল্লা (৩২) কে আটক করে র্যাব সদস্যরা। পরে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.