২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছন্দ__কলি – চিরনিদ্রায়

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২০
ছন্দ__কলি – চিরনিদ্রায়

Sharing is caring!

#ছন্দ__কলি

 

#শিরোনামঃ_চিরনিদ্রায়

 

অনেক দিন ধরে জেগে আছি,
আর নয় জেগে স্বপন।।
এবার ঘুমাবো আমি,
চিরনিদ্রায় জাগবে ভূবন।।

 

দেশে নেমে এসেছে অন্ধকার,
সবাই কাটাচ্ছে আতঙ্কের জীবন।।
চোখ মেলে তাকানো যে ভার,
বহিতেছে দূষিত পবন।।

 

এমনি করেই ছুটির ঘন্টা বাজে,
করতে হয় নিজেকে আত্মসমর্পণ।।
অস্থির মন আর পারছে না,
নিজেকে করতে নিয়ন্ত্রণ।।

 

মৃত্যুর অপেক্ষায় থেকেছি,
কবে আসবে সেই দিন।।
মন্থর গতিতে সকল অপেক্ষার,
একদিন হবে সব কিছুর অবসান।।

 

তখনই হবে শান্ত দেহ ,
নিস্তব্ধ হবে অস্হির মন।।
থাকবে না কাঁদার মতো মানুষ,
কেবলই দুঃখ ভরা জীবন।।

 

গৌরী পাল