২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবিতা – তুমি জাতির গৌরব

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০২০
কবিতা –  তুমি জাতির গৌরব

Sharing is caring!

তুমি জাতির গৌরব

 

🌈 জলি ফাতেমা রোখসানা 🌈

 

মুজিব তোমার রক্তের রংধনু নিত্য দিনে ভাসে,আমার মনের আকাশে।

 

যে সুর গেয়েছো তুমি, জনতার বেশে দিন-রাত প্রকাশে।

 

তোমার গানের সুর বেজে উঠে বসন্তের বাতাসে।ফাগুন দিনে ছড়ালে তুমি ফুলের সৌরভ।

 

তুমি বাংলা মায়ের সোনার ছেলে জাতির গৌরব।
সবুজে ঘেরা বিশাল মাঠ ঘিরে আছে তোমার চারপাশ।

 

পাখি ডাকা রঙিন প্রভাত,
এই বাংলায় তোমার বসবাস।

 

তুমি জাতির গৌরব,
ছড়ালে ফুলের সৌরভ।

 

মুজিব তুমি কোথায় গেলে, 

দাওনা একবার দেখা।
তোমার শাসন কৃতিত্ব শেষ হয় না বলা।